Saturday, August 28, 2021

Euphorbia decaryi (ইউফর্বিয়া ডেকারি )

 

Euphorbia decaryi (ইউফর্বিয়া  ডেকারি)  

ইউফর্বিয়া ডিকারি  আকর্ষনীয়  ঝোপালো একটি সাকুলেন্ট। এর পাতা  ছোট এবং  জিগ-জ্যাগ প্রান্তযুক্ত । এটি মূলত মাদাগাস্কার এলাকার গাছ। এটি  রাইজোমের মাধ্যমে মাটিতে প্রায় অনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে  ছোট ছোট ঝোপের সৃষ্টি করে। অন্য ইউফর্বিয়া   জাতের মতোই এর  যত্ন নেওয়া সহজ।মিডিয়ার ভালো ড্রেইনেজ সিস্টেম থাকতে হবে। যেন পানি জমে না থাকে। পানি দেয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ,অতিরিক্ত পানি এর রাইজোমের জন্য ক্ষতিকর। ইউফর্বিয়া ডিকারি সূর্যালোক পছন্দ করে তাই  ভালো  আলো আসে এমন জায়গায় এই গাছ  ভালো গ্রো করে। 




0 comments:

Post a Comment